সভাপতি মহোদয়ের বাণী
শেরপুর জেলা পুলিশ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত ‘পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন’ শেরপুর জেলার একটি অন্যতম আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন শিক্ষাবর্ষে জ্ঞান ও যোগ্যতাভিত্তিক জাতীয় শিক্ষানীতির আলোকে প্রতিষ্ঠানটি ছাত্রছাত্রী ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির ছাত্রছাত্রীদের শৃঙ্খলা, লেখাপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডসহ সহশিক্ষা কার্যক্রমের বিবিধ সাফল্য আমার দৃষ্টি আকর্ষণ করেছে।
প্রতিযোগিতাপূর্ণ আধুনিক বিশ্বে প্রযুক্তিনির্ভর জ্ঞান ও দক্ষতা সর্বক্ষেত্রে উন্নয়ন এবং চ্যালেঞ্জ মোকাবেলার নিয়ামক হিসাবে কাজ করবে। সেই লক্ষ্যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নতুন জাতীয় শিক্ষানীতি চালু করেছেন। জাতীয় এই শিক্ষা কার্যক্রম আমাদের আন্তরিকতার সাথে বাস্তবায়ন করতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণ নিশ্চিত করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন জাতীয় শিক্ষানীতি অনুসরণপূর্বক মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেশপ্রেমিক, যোগ্য ও স্মার্ট নাগরিক তৈরিতে বিশেষ ভূমিকা বজায় রাখবে। পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন এর পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকসহ শেরপুরবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জ্ঞাপনপূর্বক আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।
মো. আমিনুল ইসলাম
পুলিশ সুপার, শেরপুর ও সভাপতি
পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন