প্রধান শিক্ষকের বাণী



শেরপুর জেলা সদরের প্রাণকেন্দ্র খরমপুরে ২০১৪ সালে তৎকালীন পুলিশ সুপার জনাব মো. মেহেদুল করিম পিপিএম মহোদয়ের উদ্যোগে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন প্রতিষ্ঠার পর ২০১৬ সালের ১৫ জানুয়ারি থেকে শিক্ষাকার্যক্রম পরিচালনা হয়ে আসছে। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ অর্ধশতাধিক অভিজ্ঞা ও প্রশিক্ষিত কর্মী বর্তমানে এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আছেন। সুপরিসর ক্যাম্পাস, আধুনিক অডিটোরিয়াম, কয়েক হাজার বইয়ের লাইব্রেরি, বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব, ওভার হেড প্রজেক্টরসহ ক্লাসরুম, এলইডি মনিটর ইত্যাদি নানা উন্নত শিক্ষাসহায়ক উপকরণ ও প্রযুক্তিতে সমৃদ্ধ করা হয়েছে প্রতিষ্ঠানটি।

শেরপুর জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোনালিসা বেগম, পিপিএম-সেবা মহোদয় ও অন্যান্য অফিসারবৃন্দের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সার্বিক ব্যবস্থাপনায় স্কুলের সামগ্রিক শিক্ষাকার্যক্রম পরিচালিত হয়। শৃঙ্খলায়, নিরাপত্তায় আনন্দদায়ক সৃজনশীল শিক্ষার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ  এই প্রতিষ্ঠানটি নানাবিধ সাফল্য অর্জনের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। সরকারি কারিকুলাম ও নির্দেশনা অনুসরণপূর্বক পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন একটি সার্থক শিক্ষাব্যবস্থার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই প্রচেষ্টায় সকলের পরামর্শ ও সহযোগিতা একান্ত কাম্য।

 

মো. আবুল কালাম আজাদ

প্রধান শিক্ষক ও সদস্য সচিব

পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন